পাকিস্তানকে হারিয়ে থাই মেয়েদের চমক 

সংগৃহীত ছবি

পাকিস্তানকে হারিয়ে থাই মেয়েদের চমক 

অনলাইন ডেস্ক

নারী এশিয়া কাপে ইতিহাস গড়ল থাইল্যান্ডের মেয়েরা। আজ সিলেটে প্রথমবারের মতো পাকিস্তানকে হারানোর স্বাদ পেল থাইল্যান্ড। পাকিস্তানের দেওয়া ১১৭ রানের লক্ষ্য ১ বল আর ৪ উইকেট হাতে রেখেই চমক দেখায় নারুইমল চাইওয়াইয়ের দল।

আগের ম্যাচেই স্বাগতিক এবং আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশকে উড়িয়ে দিয়ে নিজের শক্তির কথা জানান দেয় পাকিস্তান।

তবে থাই মেয়েদের সঙ্গে ব্যাটে-বলের লড়াইয়ে পেরে উঠল না বিসমাহ মারুফের দল। ব্যাট হাতে থাই ওপেনার নাত্তাখান চান্থাম একাই লড়েন পাকিস্তানের বিপক্ষে। তার ৬১ রানের ইনিংসেই জয়ের পথ মসৃণ হয় থাইল্যান্ডের।

লক্ষ্য তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে ৪০ রান পায় থাইল্যান্ড।

উদ্বোধনী জুটি ভাঙতেই স্কোরবোর্ডে আর কোনো রান যোগ না হতে আরও একটি উইকেট হারায় দলটি। তবে চান্থাম লড়ে যান একাই। ১৯তম ওভারে আউট হওয়ার আগে ৫১ বলে এই ওপেনারের ৬১ রান জয়ের পথ দেখায় থাইল্যান্ডকে। শেষ ওভারে ১০ রান দরকার পড়লেও, ১ বল হাতে রেখেই সেই সমীকরণ মিলিয়ে ফেলে চাইওয়াইরা।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে ১১৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন সিদরা আমিন।  তাকে কেউ যথাযথ সঙ্গ দিতে পারেননি বলেই অল্পতেই থামে পাকিস্তানের ইনিংস। শেষ পর্যন্ত যা তাদের হারের কারণ হয়ে দাঁড়ায়।

news24bd.tv/সাব্বির