বিদায়ের সুর মেসির, কাতারই শেষ বিশ্বকাপ

সংগৃহীত ছবি

বিদায়ের সুর মেসির, কাতারই শেষ বিশ্বকাপ

অনলাইন ডেস্ক

সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপের পর আর কোনো বৈশ্বিক আসরে দেখা যাবে না তাকে। আজ এক টুইটে আর্জেন্টাইন সাংবাদিক সেবাস্তিয়ান ভিগনোলোর বরাতে মেসির এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইতালির জনপ্রিয় সাংবাদিক ফাব্রিজিও রোমানো।  

বিশ্বকাপ পরিকল্পনাসহ আরও অনেক বিষয়ে সম্প্রতি মেসির সাক্ষাৎকার নেন ভিগনোলো।

সেই সাক্ষাৎকারেই ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘এটা (কাতার) আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ’

বয়সের কারণে এমনিতেও মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারবেন কি-না, তা নিয়ে ছিল শঙ্কা। কেননা সে সময় মেসির বয়স হয়ে যেত ৩৯।

তবে কোনো লুকোচুরি না খেলে মেসি নিজেই জানিয়ে দিলেন, কাতারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন তিনি।

আন্তর্জাতিক কিংবা ক্লাব ক্যারিয়ারে মেসির একমাত্র অপূর্ণতা বিশ্বকাপ জয়। চারটি বিশ্বকাপ খেলে ফেললেও কখনও সোনালি ট্রফিটি ছুঁয়ে দেখা হয়নি তার। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে উঠলেও ট্রফি হাতে তোলা হয়নি জার্মানির কাছে হেরে।

কাতার বিশ্বকাপে মেসির একমাত্র লক্ষ্য তাই শিরোপা জয়। সেটা যদি না হয়, তবে আর্জেন্টিনাকে হয়তো চিরবিদায় বলে দেবেন মেসি। কেননা এই একটা লক্ষ্যে যে এখনও জাতীয় দলের হয়ে খেলে যাচ্ছেন তিনি।

news24bd.tv/সাব্বির