রাজধানীর উত্তরায় কিংফিশার রেস্টুরেন্টের একটি অবৈধ বারে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় গোয়েন্দা বিভাগের উত্তরা জোনের ডিসি মো. আকরামুল হোসেনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
এ সময় বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়।
ডিবি জানিয়েছে, উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ছয়তলা একটি ভবনে দীর্ঘদিন ধরে এ বারটি চলছিল।
এখন পর্যন্ত অভিযান চলমান রয়েছে এবং অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়।
news24bd.tv/সাব্বির