শ্বাসনালিতে দুধ আটকে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

শ্বাসনালিতে দুধ আটকে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

সাতক্ষীরার তালা উপজেলায় শ্বাসনালিতে দুধ আটকে নাফিজা নামে ১০ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। মায়ের বুকের দুধ খাওয়ানোর সময় শ্বাসনালিতে আটকে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

উপজেলার নগরঘাটা ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

নাফিজা ওই এলাকার মো. কামরুল ইসলাম ও হাফিজা বেগম দম্পতির একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে উপজেলার নগরঘাটা গ্রামের ওছিম উদ্দিনের ছেলে কামরুল ইসলামের সঙ্গে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া এলাকার আনারুল ইসলামের মেয়ে হাফিজা বেগমের বিয়ে হয়। চলতি বছরের জানুয়ারি মাসে তাদের কোলজুড়ে আসে নাফিজা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মায়ের বুকের দুধ পান করার সময় নাফিজার খাদ্যনালীতে আটকে যায়। এ সময় দ্রুত সাতক্ষীরা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা শিশু হাসপাতালের চিকিৎসক আবুল বাশার আরমান বলেন, ‘মায়ের বুকের দুধ খাওয়ানোর সময় অসাবধানতাবশত শ্বাসনালিতে আটকে শিশুটির মৃত্যু হয়েছে। মা ও শিশুর শোবার অসুবিধার কারণে শ্বাসনালিতে অতিরিক্ত দুধ গেলে তা আটকে শিশুর মৃত্যু হতে পারে। এজন্য নবজাতককে দুধ খাওয়ানোর ক্ষেত্রে মাকে সতর্ক থাকতে হবে। ’

তিনি আরও বলেন, ‘শিশুকে প্রতিবার দুধ খাওয়ানোর আগে মাকে এক থেকে দুই গ্লাস পানি অথবা তরল খাবার খেতে হবে। কোনো রকম তাড়াহুড়া করা যাবে না। ধৈর্য সহকারে খাওয়াতে হবে। বসে খাওয়াতে চাইলে মায়ের পিঠের পেছনে এবং কোলের নিচে বালিশ নিয়ে আরাম করে বসতে হবে। শুয়ে খাওয়াতে চাইলে শিশুকে মায়ের দিকে পাশ ফিরিয়ে এমনভাবে শোয়াতে হবে, যেন মা হাত দিয়ে শিশুর পশ্চাদ্দেশ পর্যন্ত ধরে রাখতে পারেন। লক্ষ্য রাখতে হবে শিশুর নাক যেন চাপে না পড়ে। ’

news24bd.tv/মামুন

এই রকম আরও টপিক