নাসুমের শিকার মাসুদ, ফিরলেন হায়দারও 

সংগৃহীত ছবি

নাসুমের শিকার মাসুদ, ফিরলেন হায়দারও 

নাসুমকে জায়গা বানিয়ে খেলতে গিয়ে আউটসাইড-এজড হয়ে শর্ট থার্ডম্যানে ক্যাচ দিয়ে ফিরলেন শান মাসুদ। দুবারের চেষ্টায় ক্যাচ নেন হাসান। সাজঘরে ফেরার আগে তিনি ২২ বলে ৩১ রান করেন।

ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি হায়দার আলী।

তাকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। ইয়াছির আলীর হাতে ধরা পড়ার আগে ছয় বলে ছয় রান করেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ ওভারে ১১৬ রান তুলেছে পাকিস্তান। রিজওয়ান ৫০ রানে ব্যাটিং করছেন।
তার সঙ্গে ১ রান করে ক্রিজে রয়েছেন ইফতেখার আহমেদ।

এর আগে সপ্তম ওভারে প্রথম বলে মেহেদী হাসান মিরাজ ফেরালেন পাকিস্তানের উদ্বোধনী ব্যাটার বাবর আজমকে। তাঁর লেগ-মিডলের ওপর বলটি সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে মোস্তাফিজুর রহমানের হাতে ধরা পড়েন বাবর। ২৫ বলে ২২ রান করে ফেরন পাকিস্তান অধিনায়ক। এর মধ্য দিয়ে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভেঙেছে ৫২ রানে।  

তবে আরও আগে ভাঙতে পারত বাবর-রিজওয়ান জুটি। সাব্বির রহমানের বল কুড়িয়ে স্ট্যামে না মারতে পারায় নিশ্চিত আউটের হাত থেকে বেঁচে যান রিজওয়ান।  

news24bd.tv/হারুন