ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন মিচেল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন মিচেল

অনলাইন ডেস্ক

দেশের মাটিতে চলতি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন কিইউ ব্যাটার ড্যারিল মিচেল। শুক্রবার (৭ অক্টোরর) অনুশীলনের সময় ডানহাতের কনিষ্ঠায় চোট পান কিইউ অলরাউন্ডার। এক্স-রেতে চিড় ধরা পড়েছে। সেরে উঠতে দুই সপ্তাহ লাগবে মিচেলের।

তবে শুধু ত্রিদেশীয় সিরিজি নয়, অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।  

কোচ গ্যারি স্টিড জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপে মিচেলকে নিয়ে সিদ্ধান্ত নিতে কিছু সময় লাগবে। আগামী ১৫ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবে দল।

কোচ আরও বলেন, ড্যারিলের ইনজুরিতে পড়া দলের জন্য সত্যিই দুঃখজনক।

আমাদের টি-টোয়েন্টি দলে ড্যারিল গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরু হবে দুই সপ্তাহ পর। তার সেরে ওঠার বিষয়টি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেবো।

দারুণ ছন্দে রয়েছে কিইউ এ অলরাউন্ডার। ইংল্যান্ডে বিপক্ষে টেস্ট সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মিচেল। ছয় ইনিংসে তিনটি সেঞ্চুরিসহ ৫৩৮ রান করেন তিনি। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে মিচেল এ পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন। ১৪৪.৭১ স্ট্রাইক রেটে ৩০১ রান করেছেন তিনি।

ত্রিদেশীয় সিরিজে মিচেলের পরিবর্তিত খেলোয়াড় এখনও ঘোষণা করেনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। শনিবার (৮ অক্টোবর) হ্যাগলি ওভালে তাদের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে।