মেসির দেশে ফুটবলকেন্দ্রিক সংঘর্ষে নিহত ১

সংগৃহীত ছবি

মেসির দেশে ফুটবলকেন্দ্রিক সংঘর্ষে নিহত ১

অনলাইন ডেস্ক

ফুটবল কেন্দ্রিক সহিংসতা ঘটেছে ম্যারাডোনা-মেসির দেশ আর্জেন্টিনায়। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির ঘরোয়া লিগের ম্যাচে পুলিশ ও দর্শক সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর খালিজ টাইমস।

কয়েকদিন আগেই ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে পদদলিত ১৭৪ জনের মৃত্যুর ঘটনা ঘটে।

বিশ্বের ফুটবল প্রেমীরা এখনও সেই শোকে স্তব্ধ হয়ে আছেন।  

আর্জেন্টাইন লিগে দিয়াগো ম্যারাডোনার স্মৃতিবিজড়িত ক্লাব বোকা জুনিয়র্স মুখোমুখি হয়েছিল জিমনাসিয়ার। সেই ম্যাচেই সহিংসতা ছড়িয়ে পড়ে। বিশৃঙ্খলায় একপর্যায়ে খেলা থামিয়ে দিতে বাধ্য হন রেফারি হার্নান মাসতার্নগেলো।


তবে ততক্ষণে স্টেডিয়ামের বাইরে সহিংস পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস শেল ছোড়ে পুলিশ।  

বুয়েনস এইরেসের নিরাপত্তামন্ত্রী সের্হিও বেরোনি বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এ ঘটনায় একজন মারা গেছেন। ওই ব্যক্তি হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে যাওয়ার পর সেখানেই মৃত্যুবরণ করেন। ’

news24bd.tv/আলী