ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রবাস ফেরত সফর উদ্দিনকে (৫০) কুপিয়ে হত্যা করেছে তারই বড় ভাই আমির উদ্দিন (৫৫)। ঘটনার পর থেকে ঘাতক বড় ভাই পলাতক রয়েছে।
উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের কুচরাই গ্রামের সামাইল এলাকায় এই ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে কোপানোর ঘটনা ঘটলেও বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সফর উদ্দিন।
পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সফর উদ্দিন সৌদি প্রবাসী ছিল। শুক্রবার দুপুরে বাঁশ কাটা নিয়ে দুই ভাইয়ের ঝগড়া হয়। এক পর্যায়ে আমির উদ্দিনের হাতে থাকা বাঁশ কাটার দা দিয়ে কুপিয়ে সফর উদ্দিনকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
news24bd.tv/তৌহিদ