ব্যাংক ডাকাতির সম্পর্কিত বিশ্বখ্যাত ওয়েব সিরিজ 'মানি হাইস্ট' দেখে অনুপ্রাণিত হয়ে নিজের ব্যাংকেই ডাকাতি করেছেন এক ব্যাংক ম্যানেজার। ব্যাংকের ভল্ট থেকে ডাকাতি করেছেন ৩৪ কোটি রুপি। এমনটাই ঘটেছে ভারতের আইসিআইসিআই ব্যাংকে।
মাসকয়েক আগে ভারতের মুম্বাইয়ে আইসিআইসিআই ব্যাঙ্কের ভল্ট থেকে ৩৪ কোটি টাকা চুরি হয়।
অভিযুক্ত আলতাফ শেখ ব্যাংকের ক্যাশ কাস্টোডিয়ান সার্ভিসের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বছরখানেক আগে তিনি 'মানি হাইস্ট' ওয়েব সিরিজটি দেখেন। এর থেকে অনুপ্রাণিত হয়ে দ্রুত অর্থ আয় করার জন্য ব্যাংক ডাকাতির পরিকল্পনা করেন।
আলতাফ প্রথমে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর নিয়ে গবেষণা করেন। এরপর ডাকাতির জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি সংগ্রহ করেন। এসির জন্য করা ছিদ্র দিয়ে ব্যাংক ভবনের পেছনে বেঁধে রাখা প্লাস্টিকের টারপলিনে টাকা ফেলে দেন তিনি।
ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ গায়েব হওয়া ও টাকা চুরির বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়। আলতাফ তার ডাকাতি করা টাকা থেকে ১২ কোটি রুপি তার তিন বন্ধু কুরেশি, আহমেদ খান এবং অনুজ গিরিকে দিয়ে দেন। এরপর তিনি কর্তৃপক্ষের কাছে চুরির অভিযোগ দায়ের করেন।
তদন্তের পর পুলিশ তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছে থেকে ৫ কোটি রুপি উদ্ধার করে। দীর্ঘ আড়াই মাসের তদন্তের পর আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে ব্যাঙ্কের ক্যাশ কাস্টোডিয়ান ম্যানেজার আলতাফ শেখকে আটক করা হয়।
এখনও পর্যন্ত পুলিশ প্রায় ৯ কোটি রুপি উদ্ধার করতে পেরেছে। এ ঘটনায় আলতাফ ও তার বোনসহ সাত সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
news24bd.tv/আজিজ