সুপেয় পানির তীব্র সংকটে আছে খুলনা নগরীর মানুষ। ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া, ওয়াসার সংযোগ না থাকা এবং ব্যবহারের অনুপযোগী হওয়ায় বিপাকে পড়েছেন বাসিন্দারা। এতে করে একদিকে যেমন স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, অন্যদিকে স্বাস্থ্যগত নানা সমস্যায় ভুগছেন তারা। চরম সংকটের মধ্যে আবার পানির দাম ২৮ শতাংশ বৃদ্ধি করেছে ওয়াসা।
বিগত ৮-১০ বছর ধরেই শুষ্ক মৌসুমে খুলনা মহানগরীতে পানির সংকট হচ্ছে। প্রতি বছরই সেই হাহাকার বাড়ছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় গভীর নলকূপেও পর্যাপ্ত পানি উঠছে না। আবার যাদের হোল্ডিং নম্বর নেই, সেসব বস্তিতে নেই ওয়াসার সংযোগ।
স্থানীয়রা জানান, ওয়াসার যে পানি সরবরাহ করা হচ্ছে, তাও ব্যবহারের উপযোগী নয়। মাঝে মধ্যে দুর্গন্ধ ও ময়লাযুক্ত পানিও সরবরাহ করা হয়। এই সংকটের মধ্যে আবার পানির দাম সর্বোচ্চ ২৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে ওয়াসা।
সিএসও নেটওয়ার্ক এর সভাপতি মিনা আজিজুর রহমান ও পরিবর্তন খুলনার নির্বাহী পরিচালক নাজমুল হাসান ডেভিড এর সঙ্গে কথা হয়। তারা এ অবস্থায় বস্তি এলাকায় ওয়াসার পানির সংযোগ, পর্যাপ্ত কমিউনিটি ট্যাপ স্থাপন, চাহিদা অনুসারে পানি সরবরাহ নিশ্চিত করা, অচল টিউবওয়েল সচল করে পানির চাহিদা পূরণ, সার্ভিস চার্জ সহনীয় করাসহ ১০ দফা দাবি জানান।
এ দিকে সুষ্ঠু মনিটরিংয়ের মাধ্যমে সহজ শর্তে নিরাপদ পানি নিশ্চিত করার দাবি জানান খুলনা সিটি করপোরেশনের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী।
তবে খুলনা ওয়াসা জানিয়েছে, সংকট নিরসনের চেষ্টা চলছে।
খুলনায় নগরজুড়ে পানি সংকট মেটাতে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে মেগাপ্রকল্প বাস্তবায়ন করেছে খুলনা ওয়াসা। প্রকল্পের মাধ্যমে মধুমতি নদী থেকে পানি এনে পরিশোধন করে তা সরবরাহ করা হচ্ছে।
news24bd.tv/ইস্রাফিল