বেশ কিছুদিন বন্ধ থাকার পর অবশেষে খুলে দেয়া হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হল। ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের জেরে সিলগালা করে দেয়া হয় হলগুলো। রোববার হলসমূহ খোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার (৮ অক্টোবর) এ বিষয়ে কুবির আবাসিক হলসমূহের প্রাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন ও প্রক্টরের সাথে অনুষ্ঠিত উপাচার্যের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
হল খোলার বিষয়ে আমিরুল হক বলেন, আগামী রোববার দুপুর ১২টায় হল খুলে দেওয়া হবে। শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীরাই হলে উঠতে পারবে। অনাবাসিক শিক্ষার্থীদের ব্যাপারে হল প্রশাসন সিদ্ধান্ত নেবে।
সভায় বলা হয়, যাদের আবাসিকতা নেই, তবে হলে থাকে, তারা হলের অফিস থেকে আবাসিকতার ফর্ম নিয়ে ব্যাংকে টাকা জমা দিয়ে হলে উঠবে। আবাসিকতার পরিচয়পত্র করার জন্য দেড় মাস সময় দেয়া হবে। এছাড়া তাদেরকে সাময়িক পরিচয়পত্র দেওয়া হবে। আবাসিকতার জন্য ফরম পূরণ করে হলে উঠতে হবে। সেক্ষেত্রে ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হবে।
এদিকে শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পূর্ণ ওয়াকিবহাল রয়েছে বলে জানান উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি বলেন, যে কাজটি তাদের জন্য মঙ্গলজনক হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটিই করবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি 'বিলুপ্তি' ঘোষণাকে কেন্দ্র করে ১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি অস্ত্র মহড়ায় অস্থিতিশীল হয়ে ওঠে ক্যাম্পাস। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২ অক্টোবর প্রশাসনের জরুরি মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য সিলগালা করা হয়। এরপর থেকেই বন্ধ রয়েছে আবাসিক হলগুলো।
news24bd.tv/FA