নিকারাগুয়ায় আঘাত হেনেছে হারিকেন জুলিয়া

সংগৃহীত ছবি

নিকারাগুয়ায় আঘাত হেনেছে হারিকেন জুলিয়া

অনলাইন ডেস্ক

মধ্য আমেরিকার পূর্ব উপকূল নিকারাগুয়ায় আঘাত হেনেছে হারিকেন জুলিয়া। উপকূলটিতে আঘাত হানার আগে গ্রীষ্মমন্ডলীয় ঝড় জুলিয়া শনিবার গভীর রাতে হারিকেনে পরিণত হয়। ঝড়টি প্রথমে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে কলম্বিয়ান দ্বীপ সান আন্দ্রেস অতিক্রম করে। এরপর ব্লুফিল্ডের উত্তরে নিকারাগুয়ার উপকূলে আঘাত হানে।

ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার রোববার সকালে জানায়, ‘আগামী সপ্তাহের শুরুতে মধ্য আমেরিকা এবং দক্ষিণ মেক্সিকোতে ভারী বৃষ্টিপাত হবে। ফলে আকস্মিক বন্যা এবং কাদা ধসের সম্ভাবনা রয়েছে। ’

হারিকেন সেন্টারের বিবৃতিতে জুলিয়াকে প্রথম সারির ঝড় হিসাবে উল্লেখ্য করা হয়েছে।  

হারিকেনটি উপকূলে সর্বোচ্চ বেগে আঘাত হানার আগে নিকারাগুয়ার লেগুনা দে পেরলাস এলাকায় এবং উপকূলে অবস্থিত মিসকিটো অঞ্চলের ৬ হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

এছাড়াও নিকারাগুয়ান শহরগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। উপকূল অঞ্চলের জেলেদের নৌকাগুলিকে সুরক্ষিত করতে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, চতুর্থ সারির ঝড় হারিকেন ইয়ান কিউবা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে আঘাত হানার এক সপ্তাহ পর জুলিয়া আসে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের দেওয়া খবর অনুযায়ী হারিকেন ইয়ানে কমপক্ষে ১০০জন নিহত হয়েছে। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, জীবাশ্ম জ্বালানী অব্যাহতভাবে পোড়ানোর কারণে জলবায়ু পরিবর্তনের ফলে চরম আবহাওয়ার ঘটনাগুলি আরও ঘন ঘন ঘটবে।

সূত্র: ডিডব্লিউ

news24bd.tv/আমিরুল