নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৭৬ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৭৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

নাইজেরিয়ায় যাত্রীবাহী নৌকাডুবিতে অন্তত ৭৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য আনামব্রায় ৮০ জন যাত্রী বহন করা নৌকাটি আচমকা উল্টে যায়।  

সম্প্রতি নাইজেরিয়ার এই অঞ্চলটি বন্যায় প্লাবিত হয়েছে। নৌকায় করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের বেশিরভাগেই নারী ও শিশু।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। তিনি নাইজেরিয়াতে নৌ-পরিবহণের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন এবং এ দুর্ঘটনায় নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।  

ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে নৌ-পরিবহন সুরক্ষার নীতিমালা তৈরির জন্য সরকারী সংস্থাগুলির প্রতি আহ্বান জানিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যাত্রী বোঝাই নৌকাটি ওগবাকুবার নকো বাজারে যাচ্ছিল। কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বাজারে যাওয়ার পথে নৌকাটির ইঞ্জিনে বিকল হয়ে পড়ে এবং একটি সেতুতে ধাক্কা লেগে ডুবে যায়।

সূত্র: সিএনএন

news24bd.tv/আজিজ