ওরস থেকে ফেরার পথে বাস খাদে, আহত ৩০

পুরোনো ছবি

ওরস থেকে ফেরার পথে বাস খাদে, আহত ৩০

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ওরস থেকে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ (১১ আগস্ট,শনিবার) সকাল ৬টার দিকে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে জেলার আখাউড়া উপজেলার খড়মপুর কেল্লা শাহ’র মাজারের ওরস থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিরছিল বাসটি।

পথিমধ্যে বিয়াল্লিশর এলাকায় চালক ঘুমিয়ে পড়লে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ৩০যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।

news24bd.tv

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই ইশতিয়াক আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আহত ১৫ জনের নাম জানা গেছে। তারা হলেন- জলিল (৫৫), সফুর (৪০), রিপন (২০), আমিরুন (৮০), জালাল (৭০), আয়নাল (৬৫), মরিয়ম (৬০), নুরুজ্জামান (৫৮), মহিতুন (৫০), জোহরা (৫০), মজিদ (৫০), ওবায়দুল্লা (৫০), ইসমাইল (৫৫), রহিমা (৩০) ও আবুল হোসেন (৪৫)।

তারা সবাই জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর