বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি হকি লিগে খেলবেন চার বিশ্বকাপ খেলা আর্জেন্টাইন

সংগৃহীত ছবি

বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি হকি লিগে খেলবেন চার বিশ্বকাপ খেলা আর্জেন্টাইন

অনলাইন ডেস্ক

দেশের মাটিতে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকি লিগ। বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি নামক সেই টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করতে বিশ্বকাপ খেলা ৭ খেলোয়াড় আসছেন বাংলাদেশে। যার মধ্যে রয়েছেন আর্জেন্টিনার হয়ে টানা চার বিশ্বকাপ খেলা হুয়ান মার্টিন লোপেজও।

হুয়ান মার্টিন লোপেজকে দলে টেনেছে মেট্রো এক্সপ্রেস বরিশাল।

মালয়েশিয়ার ফিতরি সারিকেও দলে টেনেছে বরিশাল। বিশ্বকাপে খেলা আরেক আর্জেন্টাইন গিদো বারেইরোসকে দলে নিয়েছে সাইফ পাওয়ারটেক খুলনা। ওয়ালটন ঢাকা দলে টেনেছে ভারতের এসভি সুনীল ও মালয়েশিয়ার মুহাম্মদ আজরি হাসানকে। ভারতের চিংলেসানা সিংকে দলে টেনেছে মোনার্ক মার্ট পদ্মা এবং জাসজিত সিং গেছেন রূপায়ন সিটি কুমিল্লায়।

২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা চার বিশ্বকাপ খেলেছেন মেট্রো এক্সপ্রেসে যাওয়া লোপেজ। আরেক আর্জেন্টাইন বারেইরোস খেলেছেন ২০১৪ বিশ্বকাপে। ভারতের এসভি সুনীল, চিংলেসানা ও ফিতরি সারি খেলেছেন ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে। জাসজিত সিং ২০১৪ ও আজরি হাসান ২০১৮ বিশ্বকাপে।

চ্যাম্পিয়নস লিগ হকিতে মোট ২৪ বিদেশি খেলোয়াড় নাম নিবন্ধন করিয়েছিলেন। দল পেয়েছেন সবাই। তবে রিজার্ভ তালিকায় থাকা ছয় খেলোয়াড়কে কোনো দল নেয়নি। ১৮৬ জন দেশি খেলোয়াড়ের মধ্যে দল পেয়েছেন ৭৮ জন। অবিক্রীত রয়ে গেছেন বাকি ১০৮ খেলোয়াড়।

মওলানা ভাসানী স্টেডিয়ামে আগামী ২৮ অক্টোবর পর্দা উঠবে বাংলাদেশ চ্যাম্পিয়নস লিগের। তার আগে আজ দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে প্লেয়ার ড্রাফট সম্পন্ন হয়। দল গোছায় ওয়ালটন ঢাকা, সাইফ পাওয়ারটেক খুলনা, একমি চট্টগ্রাম, রূপায়ন সিটি কুমিল্লা, মোনার্ক মার্ট পদ্মা ও মেট্রো এক্সপ্রেস বরিশাল।

news24bd.tv/সাব্বির