সিরাজগঞ্জে হাত বোমা বিস্ফোরণে আহত ১, গ্রেপ্তার ২

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জে হাত বোমা বিস্ফোরণে আহত ১, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বোমা বিস্ফোরণের ঘটনায় র‌্যাব দুজনকে গ্রেপ্তার করেছে।  

সোমবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার হাটিকুমরুল গোলচত্বর চরিয়াশিকার এলাকায় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, ৪ মাস আগে মৃত শাহীন আলমের বাড়ি দুই যুবককে ভাড়া দেওয়া হয়। বাসা ভাড়া নেওয়ার কিছুদিন পর ওই বাড়িতে এক ব্যক্তিকে ধরে এনে আটকে রাখা হয়। আটক ব্যক্তির ওপর চালানো হতো নির্যাতন। মাঝেমধ্যে ওই বাড়ি থেকে নির্যাতনের শব্দ শোনা যেতো।

নির্যাতনের একপর্যায়ে আটক ব্যক্তির কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয়।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সোমবার বিকেলে চরিয়াশিকার এলাকায় বোমা বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বালু ব্যবসার কথা বলে ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তারকে ডেকে আনে সঙ্গবদ্ধ একটি চক্র। ওই চক্রের ৭-৮ যুবক আব্দুল সাত্তারকে ভয় ভীতি দেখিয়ে মুক্তিপণ দাবি করে। পরে সাত্তার ও তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এর একপর্যায়ে যুবকরা দুটি বোমা বিস্ফোরণ করে পালিয়ে যায়। এতে বাড়ির কেয়ারটেকার নজরুল ইসলাম আহত হন। পরে র‍্যাব-১২ এর সদস্যেরা ওই যুবকদের মধ্যে দুজনকে আটক করে।  

সন্ধ্যায় আব্দুস সাত্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় আহত নজরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

news24bd.tv/হারুন