‘রাশিয়ার সেনাদের জন্য ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করা হবে’ 
‘রাশিয়ার সেনাদের জন্য ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করা হবে’ 

সংগৃহীত ছবি

‘রাশিয়ার সেনাদের জন্য ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করা হবে’ 

অনলাইন ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বেশ কয়েকটি শহরে সোমবার (১০ অক্টোবর) ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। রাশিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের সামরিক, যোগাযোগ ও জ্বালানি স্থাপনায় আঘাত হানে। এতে ইউক্রেনের ১১ জন নিহত হন।  

তবে রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভ ভয় পাবে না বরং রাশিয়ার সেনাদের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

 

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর একটি ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, এই হামলা ইউক্রেনবাসীকে আরও ঐক্যবন্ধ করবে।  

উল্লেখ্য, ক্রিমিয়া উপদ্বীপ থেকে রাশিয়ার মূল ভূখণ্ডে সংযোগকারী কার্চ সেতুতে হামলা চালায় ইউক্রেন। হামলার পর দুদিন পর ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালায় মস্কো।

হামলার বিষয়ে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন।

তবে এ হামলায় তার দেশ ভীত নয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক ভিডিও বার্তা তিনি আরও বলেন, ইউক্রেনকে ভয় দেখানো যাবে না। রাশিয়ার হামলা ইউক্রেনবাসীকে আরও ঐক্যবদ্ধ করবে। কোনোভাবে ইউক্রেনকে থামানো যাবে না। রাশিয়ান সৈন্যদের জন্য ‘যুদ্ধক্ষেত্রকে আরও বেদনাদায়ক’ পরিস্থিতি সৃষ্টি করা হবে।

news24bd.tv/হারুন