ইউক্রেনকে ভয় দেখানো যাবে না : জেলেনস্কি

সংগৃহীত ছবি

ইউক্রেনকে ভয় দেখানো যাবে না : জেলেনস্কি

অনলাইন ডেস্ক

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় প্রেসিডেন্ট  ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, ইউক্রেনকে ভয় দেখানো যাবে না। এতে তারা আরও ঐক্যবদ্ধ হতে পারে।

প্রথমবারের মতো ইউক্রেনের কিয়েভের গুরুত্বপূর্ণ শহরগুলোতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে সড়কে গাড়ি পুড়তে দেখা যায়।

এতে অন্তত ১১ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।  
 
ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেন, রাশিয়া ৮৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ৪৩টি ভূপাতিত করা হয়েছে।
ইউক্রেনীয় সংবাদমাধ্যম কিয়েভসহ অন্তত ১৬টি শহরে হামলার কথা জানিয়েছে।

রাজধানী কিয়েভের বাসিন্দারা জানান, রাশিয়া শিশুদের খেলার মাঠ, বিশ্ববিদ্যালয় এবং জনপ্রিয় তারাস শেভচেঙ্কো পার্কসহ সোমবার সকালের যাত্রীদের সাথে ব্যস্ত বেসামরিক এলাকাগুলিকে লক্ষ্যবস্তু করছে বলে মনে হচ্ছে।  

যুক্তরাষ্ট্র এই নিষ্ঠুর হামলার তীব্র নিন্দা জানিয়ে চলমান সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে ইউক্রেনে দফায় দফায় হামলার নিন্দা জানিয়েছে।

রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়ার সাথে ক্রিমিয়ার সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সেতুতে শনিবারের বিস্ফোরণের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট  ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন ইউক্রেনকে ভয় দেখানো যাবে না। এতে তারা আরও ঐক্যবদ্ধ হতে পারে।

সূত্র : বিবিসি 

news24bd.tv/রিমু