নিউজ-টোয়েন্টি ফোরে সংবাদ প্রচারের পর ব্যানার-পোস্টারমুক্ত হলো কলেজ

কলেজ নিয়ে সংবাদ প্রকাশের আগের ও পরের ছবি

নিউজ-টোয়েন্টি ফোরে সংবাদ প্রচারের পর ব্যানার-পোস্টারমুক্ত হলো কলেজ

অনলাইন ডেস্ক

গাজীপুরে কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে কোনাবাড়ি ডিগ্রি কলেজ ছেয়ে যায় ব্যানার, পোস্টার আর ফেস্টুনে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত ও পরিবেশ নষ্ট হওয়ায় বিষয়টি নিয়ে মঙ্গলবার সকাল ৯টায় সংবাদ প্রচার করে নিউজ টোয়েন্টি-ফোর টিভি চ্যানেল। পরে  অবশ্য তাড়াহুড়া করে ওই কলেজ থেকে ব্যানার-ফেস্টুনগুলো অপসারণ করা হয়।  

গতকাল সোমবার কলেজে গিয়ে দেখা যায়, ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ঘেরা পুরো প্রতিষ্ঠান।

এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান নাকি রাজনৈতিক দলের কার্যালয় তা দেখে বোঝার উপায় নেই। কলেজের প্রবেশ পথ, পাশের দেয়াল আর কলেজ ভবন-সব জায়গায় ছেয়ে যায় রাজনৈতিক প্রচারণার ব্যানার, ফেস্টুনে। এমন অবস্থায় ভবনের ভেতর আলো-বাতাস ঢোকার পথও বন্ধ। তবে খবর প্রচারের পর আজ মঙ্গলবার এগুলো সরিয়ে ফেলা হয়।
 

স্থানীয়রা জানান, কলেজ মাঠেও বেশিরভাগ সময় চলে রাজনৈতিক নেতাদের আড্ডা। একই অবস্থা দেওয়ালিয়াবাড়ি আ ক ম মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের গেট, কলেজের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবনেরও।  শিক্ষার্থীরা বলছেন, এমন অবস্থায় ক্লাসরুমে ঢোকাই দায়।  স্থানীয় নেতারা জানান, এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।  

উল্লেখ্য, আগামী ১৫ অক্টোবর গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সম্মেলন।

news24bd.tv/ইস্রাফিল