জাবালে নূরের ৬টি বাস জব্দ

জাবালে নূরের ৬টি বাস জব্দ

নিজস্ব প্রতিবেদক

রেজিস্ট্রেশন ও রোড পারমিট বাতিল করার পরও রাস্তায় নামার দায়ে জাবালে নূরের ৬টি বাস জব্দ করা হয়েছে। আজ (১১ আগস্ট, শনিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত র‍্যাব ১ ও র‍্যাব ৪-এর সদস্যরা রাজধানীর বিভিন্ন রাজপথ থেকে বাসগুলো আটক করেন।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।

গেল ২৯ জুলাই জাবালের নূর পরিবহনের একাধিক বাস যাত্রী তোলার প্রতিযোগিতা করতে গিয়ে দুর্ঘটনা ঘটায়।

প্রতিযোগিতায় লিপ্ত একটি বাসের চাপায় বিমানবন্দর সড়কের কুর্মিটোলায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। আহত হয় আরও ১৪ জন।

এ ঘটনার প্রতিবাদে ওইদিনই রাস্তায় নামে সাধারণ শিক্ষার্থীরা। দুই শিক্ষার্থীকে বাস চাপায় হত্যার বিচারসহ নিরাপদ সড়কের জন্য ৯ দফা দাবিতে চলে টানা আন্দোলন।

এ সময় শিক্ষার্থীদের হত্যার জন্য দায়ী জাবালে নূর পরিবহন রিমিটেডের রুট পারমিট বাতিলেরও দাবি তোলে শিক্ষার্থীরা।  

বিষয়টি আমলে নিয়ে গেল ১ আগস্ট জাবালে নূর পরিবহনের নিবন্ধন ও ফিটনেস সনদ বাতিল করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

 

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর