দালাল ছাড়া ‘মেলে না’ কুষ্টিয়া পাসপোর্ট অফিসের সেবা  

সংগৃহীত ছবি

দালাল ছাড়া ‘মেলে না’ কুষ্টিয়া পাসপোর্ট অফিসের সেবা  

জাহিদুজ্জামান, কুষ্টিয়া

কুষ্টিয়া পাসপোর্ট অফিসে প্রতারিত হচ্ছেন সেবা প্রত্যাশীরা। দালাল ধরলে সহজেই মিলছে সেবা। আর অতিরিক্ত টাকা না দিলে আবেদন জমা দেওয়া থেকে শুরু করে আঙ্গুলের ছাপ দেওয়া, পাসপোর্ট হাতে পাওয়া, প্রতিটি ক্ষেত্রেই ঘুরতে হয় দিনের পর দিন। এসব অভিযোগের প্রেক্ষিতে দুদকের অভিযানের পরও বদলায়নি চিত্র।

 

জানা গেছে, অনিয়ম দুর্নীতির অভিযোগ পেয়ে গত ২৪ আগস্ট কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন-দুদক। অভিযানে হাতে নাতে আটক করা হয় ৩ দালালকে। দুদকের অভিযানের পর বদল হয়েছে অফিস প্রধান। এরপর কয়েকদিন অফিসের কার্যক্রম স্বাভাবিক থাকলেও এখন আবার আগের অবস্থায় ফিরে গেছে।

হয়রানিমুক্ত সেবা দেওয়ার প্রতিশ্রুতি মিলছে না বলে অভিযোগ করেন সেবাপ্রত্যাশীরা। এ বিষয়ে নতুন যোগদান করা সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন জানান, সব অনিয়ম দূর করবেন তিনি। তবে তার এ আশ্বাসকে শুধু কথার কথা হিসেবে ধরছেন সেবাপ্রত্যাশীরা।

news24bd.tv/ইস্রাফিল