ফের লকডাউনে যাচ্ছে চীন

সংগৃহীত ছবি

ফের লকডাউনে যাচ্ছে চীন

অনলাইন ডেস্ক

নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ফের লকডাউনের পথে এগোচ্ছে চীন। আগামী সপ্তাহে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ সম্মেলন সামনে রেখে চলাচলে বিধিনিষেধ আরোপ করছে সরকার। সাংহাইসহ বেশ কয়েকটি শহরে করোনার বিধিনিষেধ আরোপের ফলে শিল্পোৎপাদন ব্যাহত হবে এবং তার প্রভাব পড়বে বৈশ্বিক সরবরাহ চেইনে। চলমান অনিশ্চয়তার ফলে চীনের শ্রমবাজারে ভয়াবহ পরিণতি নেমে এসেছে।

 

দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত রোববার চীনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৭৮ জন, যা প্রায় দুই মাসের মধ্যে সর্বোচ্চ। সাংহাইয়ে আক্রান্ত হয়েছে ৩৪ জন। যে এলাকায় সংক্রমণের ঘটনা ঘটেছে সে এলাকা লকডাউনের আওতায় আনা হয়েছে। সাংহাইয়ের দুটি জেলায় সিনেমা হল ও অন্যান্য বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

চীনের বাণিজ্য কেন্দ্রটিতে লকডাউনের হানা ফের শঙ্কা নিয়ে হাজির হয়েছে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর জন্য।