'বর্তমান সংকট দেখে মনে হচ্ছে দেশ দেউলিয়ার দিকে যাচ্ছে'

ফাইল ছবি

'বর্তমান সংকট দেখে মনে হচ্ছে দেশ দেউলিয়ার দিকে যাচ্ছে'

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, দেশের বর্তমান সংকট দেখে মনে হচ্ছে দেশ দেউলিয়ার দিকে যাচ্ছে। এর মূল কারণ দেশের যে মেগা প্রকল্পগুলো থেকে বড় একটি টাকার অংশ বিদেশে পাচার হয়েছে। এ সব প্রকল্পের প্রভাব সামনের দিন আরও ভয়াবহ হওয়ার সম্ভাবনা রয়েছে।

জি এম কাদের বলেন, প্রশাসন সরকারের আনুগত্য পাওয়ার জন্য পক্ষপাত নিয়ে কাজ করে।

ফলে সামনের নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে দেশ থেকে গণতন্ত্র পুরোপুরি হারাবে।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানী জাতীয় পার্টির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) এর নির্বাহী সম্পাদক মির্জা শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মোল্লার যোগ দেয়ার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, জনগণ নির্বাচন চায়, তারা ভোট দিতে চায়।

কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে কেন্দ্রে যেতে ভয় পায়। কারণ পেছনের নির্বাচনের ভয় ভীতি দেখিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা একতরফা নির্বাচন প্রতিষ্ঠিত করছে। তাই জনগণের জন্যেই সকলে মিলে কাজ করতে বলে প্রতিজ্ঞা করেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক