সিংড়ায় সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

সিংড়ায় সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর সোমবার রাতে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আফসার আলীর ছেলে রবিউল (৩২), গহের আলীর ছেলে আলী হাসান ঠান্ডু (৩৫), মৃত মোহাম্মাদ আলীর ছেলে জুয়েল ওরফে জুলু ( ৩২), মৃত রইস উদ্দিনের ছেলে হাবিল (২৭), মৃত মহির উদ্দিনের ছেলে নাজিম উদ্দীন (৩২)। গ্রেপ্তার সবার বাড়ি উপজেলার বামিহাল দোশোপাড়ায়।

 

জানা যায়, গত রবিবার রাতে উপজেলার সুকাশ ইউনিয়নে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আফতাব উদ্দিন ও রুহল আমিন নামের দুজন নিহত হন। নিহতের ঘটনায় আফতাব উদ্দিনের ছেলে আ. ওহাব বাদী হয়ে ২০ জনের নামে থানায় মামলা করেন। একই সঙ্গে নিহত রুহুল আমিন ছেলে শাহিন বাদী হয়ে ৪২ জনকে আসামি করে মামলা করেন।

এ বিষয়ে সিংড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আর গ্রেপ্তার আসামিদের আজ আদালতে পাঠানো হয়েছে।

news24bd.tv/হারুন