নাটোরের লালপুর উপজেলায় কলেজছাত্রীর সঙ্গে এক কলেজ শিক্ষককে আপত্তিকর অবস্থায় আটকের পর করে গণধোলাই দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় সোমবার (১০ অক্টোবর) অভিমানে ওই ছাত্রীর বাবা আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযুক্ত কলেজ শিক্ষক রামকৃষ্ণপুর গ্রামের সাহাবাজ মন্ডলের ছেলে বিপ্লব হোসেন (৩৫)।
জানা যায়, দীর্ঘদিন ওই ছাত্রী ও শিক্ষকের মধ্যে প্রেমের সম্পর্ক। এর মধ্যে রোববার (৯ অক্টোবর) সকালে উপজেলার মালোপাড়া গ্রামের এক বাড়িতে আপত্তিকর অবস্থা আটক হন তারা। পরে শিক্ষককে পিটুনি দেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে লালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মাজেদ জানান, এই বিষয়টি আমার জানা নেই। অভিযুক্ত শিক্ষককে একাধিকবার ফোন করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। ঘটনার সত্যতা পেলে শিক্ষকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
news24bd.tv/হারুন