'সাংবাদিক নিপীড়নকারীদের বিরুদ্ধে ছবি দেখে ব্যবস্থা'

ফাইল ছবি

'সাংবাদিক নিপীড়নকারীদের বিরুদ্ধে ছবি দেখে ব্যবস্থা'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নিরাপদ সড়ক আন্দোলনে সাংবাদিক নিপীড়নকারীদের বিরুদ্ধে ছবি দেখে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে।

শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ও বুড়িচং থানার নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তায় যেমন দক্ষ চালক দরকার তেমনি জনসচেতনতাও দরকার। তা না হলে সড়ক দুর্ঘটনা রোধ করা সহজ হবে না।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু এমপি, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক বিপিএম, পিপিএম, ফায়ার সার্ভিসের ডিজি আলী আহম্মদ, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন প্রমুখ।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর