গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন নিয়ন্ত্রণের বাইরে: সিইসি 

সংগৃহীত ছবি

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন নিয়ন্ত্রণের বাইরে: সিইসি 

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিউল আউয়াল। তিনি বলেন, ‘বুথের গোপন কক্ষে একাধিক লোকের উপস্থিতির কারণে বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় ৪৫টি কেন্দ্রের ভোটগ্রহণ। ’ এই আসনে ১৪৫টি কেন্দ্র ভোট গ্রহণ করা হচ্ছিল।  

বুধবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

বুধবার ভোটগ্রহণ শুরুর পর থেকেই নির্বাচন কমিশন ভবনে সিসি ক্যামেরায় কন্ট্রোল রুম থেকে ভোট পর্যবেক্ষণ করেন সিইসিসহ তিন কমিশনার। এ সময় সিসি ক্যামরায় বিভিন্ন কেন্দ্রের অনিয়ম দেখা গেলে তাৎক্ষণিক ভোট বন্ধ করে দেওয়া হয়।  

অনানুষ্ঠানিকভাবে সিইসি বলেন, ‘গাইবান্ধার উপনির্বাচন নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। আরও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিলে বন্ধ করে দেওয়া হবে পুরো আসনের ভোটগ্রহণ।

news24bd.tv/ইস্রাফিল