কর্ণফুলীতে ট্রলারডুবি: ৪ মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি

কর্ণফুলীতে ট্রলারডুবি: ৪ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ইছানগর এলাকায় ফিশিং ট্রলারডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন তিনজন। বুধবার (১২ অক্টোবর) রাতে ও বৃহস্পতিবার সকালে কর্ণফুলী নদীর নতুন ব্রিজ, পতেঙ্গা এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করে নৌ-পুলিশ।

সদরঘাট নৌ থানার ওসি মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, জাহাজটিতে মোট ২১ জন ছিলেন।

১৩ জন সাঁতরে জেটিতে ওঠেন। সাত জন ডুবে যান। এর মধ্যে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। তিন জন এখনো নিখোঁজ আছেন।
 

উদ্ধারকৃত চার মরদেহের মধ্যে একজন ট্রলারের চালক ফারুক বিন আবদুল্লাহর এবং আরেকজন ডক কর্মচারী রহমতের বলে ধারণা করা হচ্ছে। অন্য দুইজনের এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।  

জানা যায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট সংলগ্ন এলাকায় ‘এফবি মাগফিরাত’ জাহাজটি ডুবে যায়। ডকইয়ার্ডে তোলার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে ২ নম্বর বয়ার সঙ্গে লেগে জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল অভিযান চালিয়ে চার জনের লাশ উদ্ধার করেছে।  

news24bd.tv/ইস্রাফিল