বর্ণিল আয়োজনে কলসিন্দুরের নারী ফুটবলারদের সংবর্ধনা 

সংগৃহীত ছবি

বর্ণিল আয়োজনে কলসিন্দুরের নারী ফুটবলারদের সংবর্ধনা 

ময়মনসিংহ প্রতিনিধি

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সাফ জয়ী কলসিন্দুরের আট নারী ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে তাদের সংবর্ধনা দেওয়া হয়।  

এ সময় প্রত্যেকের হাতে সম্মাননা ক্রেস্ট ও ৫০ হাজার করে টাকা তুলে দেন মসিক মেয়র ইকরামুল হক টিটু। এর আগে বিকেল ৪ টার দিকে নারী ফুটবলারদের উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।

অনুষ্ঠানে মেয়র ইকরামুল হক টিটু বলেন, সাফ জয়ী নারী ফুটবলাররা এশিয়ায় আমাদের মর্যাদা বৃদ্ধি করেছে। আমাদের এনে দিয়েছে শ্রেষ্ঠত্বের পুরস্কার। এ অর্জনে আমরা গর্বিত ও আনন্দিত।
 
ফুটবলার সানজিদা আক্তার বলেন, ময়মনসিংহবাসী সবসময় আমাদের পাশে ছিল।

তাদের ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। সকলের ভালোবাসায় যে সাফল্য আমরা অর্জন করেছি তা অব্যাহত থাকবে।  

নগরীর সর্বস্তরের মানুষ এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সংবর্ধনার শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মসিকের প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ, কলসিন্দুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মালা রানী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

news24bd.tv/হারুন