শ্রীলঙ্কার কারণে হলো না ভারত-পাকিস্তান ফাইনাল 

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার কারণে হলো না ভারত-পাকিস্তান ফাইনাল 

অনলাইন ডেস্ক

ছেলেদের ক্রিকেটের মতো সেরকম উত্তাপ হয়তো ছড়ায় না, তবে ভারত-পাকিস্তান লড়াই মানেই তো অন্যকিছু। নারী এশিয়া কাপের ফাইনাল দিয়ে আরও একটি ভারত-পাকিস্তান লড়াই দেখার সুযোগ এসেছিল সবার সামনে। তবে শ্রীলঙ্কার কারণে দর্শকরা আকর্ষণীয় সেই ফাইনাল থেকে বঞ্চিত হচ্ছে।

আজ সিলেটে নারী এশিয়া কাপের সেমিফাইনালে রুদ্ধশ্বাস লড়াই শেষে পাকিস্তানকে ১ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।

তার আগে আসরের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে উড়িয়ে দেয় ভারতের নারী ক্রিকেটাররা। হারায় ৭৪ রানের বড় ব্যবধানে। আগামী শনিবার শিরোপা লড়াইটা হবে তাই ভারত-শ্রীলঙ্কার মধ্যে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে আগে ব্যাট করে ভারত ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তোলে ১৪৮ রান।

শেফালি বর্মা করেন দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান। সেই রান তাড়া করতে নেমে পুরো আসরে একের পর এক চমক দেখানো থাইল্যান্ড থামে ৭৪ রানে। বল হাতে ৩ উইকেট নেন দীপ্তি শর্মা।

পরে আসরের দ্বিতীয় সেমিফাইনালে আগে ব্যাট করে শ্রীলঙ্কা ৬ উইকেট হারিয়ে পায় ১২২ রানের পুঁজি। পাকিস্তানের শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত এই রান সফলভাবে তাড়া করতে ব্যর্থ হয় দলটি। থামে ১২১ রানে। ১ রানের পাওয়া জয়ে ফাইনালের মঞ্চে তাই ভারতের সঙ্গী লঙ্কানরা।

পুরুষ এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। দেখা যাক, শক্তিশালী ভারতকে হারিয়ে লঙ্কার নারীরাও চ্যাম্পিয়ন হওয়ার সেই গৌরব অর্জন করতে পারেন কি-না!

news24bd.tv/সাব্বির