গাজীপুরে আগুনে পুড়ল পাঁচটি বাড়ির ৭৭টি ঘর

গাজীপুরে আগুনে পুড়ল পাঁচটি বাড়ির ৭৭টি ঘর

অনলাইন ডেস্ক

গাজীপুরের শ্রীপুরের মাওনায় পাঁচটি বাড়ির ৭৭টি বসত ঘর আগুনে পুড়ে গেছে। বেশিরভাগ ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।  

জানা যায়, উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামের মেঘনা সাইকেল কারখানা ঘেঁষা পাঁচটি বাড়ি। এই বাড়িতে ঘরের সংখ্যা ৭৭টি। বেশির ভাগ ঘরই টিন শেড।

বাড়িগুলোর মালিক স্থানীয় বাসিন্দা নুরুল হক। এসব ঘরে থাকেন কারখানা শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ। প্রথমে একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই আগুন পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা। দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. বেলাল জানান, রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি।

news24bd.tv/হারুন