যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৫

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৫

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের  নর্থ ক্যারোলিনায় বন্দুকধারী গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে অঙ্গরাজ্যটির রাজধানী রেলিগে শহরের একটি আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে। ইতোমধ্যে সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। খবর দ্যা গার্ডিয়ান।

ওই শহরের মেয়র মেরি অ্যান বাল্ড বলেন, ‘বিকেল ৫টার দিকে নিয়ুসে নদীর তীরে  ঘটনাটি ঘটে। ট্রেইলটি অনেক জনপ্রিয় ছিল। আজ রেলিগে শহরের জন্য একটি দুঃখজনক দিন। ’

রাত ৮টার দিকে পুলিশ ওই সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে বলেও জানান মেয়র।

এক টুইট বার্তায় রেলিগে শহরের গভর্নর বলেন, ‘রাজ্য এবং স্থানীয় কর্মকর্তারা মাঠে রয়েছেন। তারা মানুষকে নিরাপদ রাখতে কাজ করছেন। ’

হামলাকারীর পরিচয় প্রকাশ না করলেও তার কাছে একটি বন্দুক পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পাঁচজনের মৃত্যুর বিয়াটি নিশ্চিত করেছে রেলিগে শহরের পুলিশ। এর মধ্যে একজন অফ-ডিউটি পুলিশ অফিসার ছিল।

ফ্লোরিডার পার্কল্যান্ড স্কুলে বন্দুক হামলার আসামির রায় পরিবর্তনের পরেই নর্থ ক্যারোলিনায় বন্দুক হামলার ঘটনা ঘটল।

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা নতুন নয়। প্রায়শ দেশটিতে এমনটা ঘটছে। এমনকি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে অস্ত্র রয়েছে। ঘন ঘন হামলার জেরে গত জুনে অস্ত্র আইন পরিবর্তনে সম্মত হয় আইন প্রণেতারা।

এক সমীক্ষায় দেখা গেছে, ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের বেসামরিকদের কাছে ৪০০ মিলিয়ন অস্ত্র রয়েছে। সেই হিসেবে প্রতি ১০০ মার্কিনির বিপরীতে অস্ত্র রয়েছে ১২০টি।

news24bd.tv/মামুন