পঞ্চগড়ে এখনই দেখা মিলছে ঘন কুয়াশার

পঞ্চগড়ে এখনই দেখা মিলছে ঘন কুয়াশার

অনলাইন ডেস্ক

গত দুদিন ধরে ভোর রাত থেকে সকাল পর্যন্ত শীতের মত ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে পঞ্চগড়। শুক্রবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত শিশিরের মত কুয়াশা পড়তে দেখা গেছে। অক্টোবরের শেষ দিকে বাড়বে কুয়াশার স্থায়িত্ব।  কুয়াশার কারণে যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে।

এ দিকে দিনের তাপমাত্রাও কমতে শুরু করেছে।  

শরৎকালের শুরুতেই কুয়াশার চাদরে ঢেকে গেছে পঞ্চগড়। গ্রামাঞ্চলের দিকে বেশি কুয়াশা পড়তে দেখা যাচ্ছে। ধানক্ষেতের ডগায় উঁকি দিচ্ছে শিশিরের বিন্দু।

ফলে দুর্ঘটনা এড়াতে ভোরে যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে।

এদিকে তাপমাত্রা কমে গিয়ে ২১ ডিগ্রির ঘরে নেমে এসেছে। আজ সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৫ ডিগ্রী রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সপ্তাহ জুড়ে ৩০ থেকে ৩১ ডিগ্রীতে উঠানামা করছে তাপমাত্রা। তবে বৃষ্টি হলে তাপমাত্রা ২৮ ডিগ্রীতে নেমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমে যেতে পারে। শীতের তীব্রতা শুরু হবে অক্টোবরের শেষের দিকে। তখন কুয়াশার স্থায়িত্বও বেড়ে যাবে। তবে বৃষ্টি না হলে দিনের বেলায় তাপমাত্র বেশি থাকবে।

news24bd.tv/হারুন