দেশে দক্ষ প্রকৌলশী গড়ে তোলার তাগিদ কৃষিমন্ত্রীর

কৃষিমন্ত্রী ড. মো আব্দুর রাজ্জাক (ফাইল ছবি)

দেশে দক্ষ প্রকৌলশী গড়ে তোলার তাগিদ কৃষিমন্ত্রীর

অনলাইন ডেস্ক

দেশে দক্ষ প্রকৌলশী গড়ে তোলার তাগিদ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘বাংলাদেশের বৃহৎ প্রকল্প বাস্তবায়নে এখনও বিদেশি বিশেষজ্ঞ ও প্রকৌশলী ওপর নির্ভরশীল থাকতে হয়। এর থেকে বেরিয়ে আসতে দেশে দক্ষ প্রকৌলশী গড়ে তুলতে হবে। ’ 

শুক্রবার (১৪ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মিলনায়তনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বিএনপির কথা টেনে কৃষিমন্ত্রী বলেন, ‘হুমকি দামকি দিয়ে লাভ নেই। জনগণ আওয়ামী লীগের শক্তি। এই শক্তি নিয়ে বিএনপির আন্দোলন মোকাবেলা আমরা প্রস্তুত। ’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের  সভাপতি এ কে এম হামিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে অবকাঠামো উন্নয়ন, যত্রতত্র ইটভাটা নির্মাণ, বিনোদন কেন্দ্র স্থাপন এবং অপরিকল্পিত নগরায়নের শঙ্কা প্রকাশ করেন বাংলাদেশ ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের  সাধারণ সম্পাদক শামসুর রহমান।

news24bd.tv/মামুন

এই রকম আরও টপিক