সু চির নিরাপত্তা প্রধানের ১০ বছরের কারাদণ্ড

সংগৃহীত ছবি

সু চির নিরাপত্তা প্রধানের ১০ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক নেতা অং সান সু চির নিরাপত্তা প্রধান উ অং নাইং উকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে নাইপিতাওয়ের একটি জান্তা আদালত।

আদালতের সূত্র অনুসারে, সরকারী গোপনীয়তা আইনের অধীনে তাকে কারাগারে পাঠানো হয়েছিল। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেতা কো জিমির কাছে সামরিক তথ্য ফাঁসের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।  

এর আগে ১৯৯০ এর দশকে সামরিক শাসনামলে গৃহবন্দী অং সান সু চিকে নজরদারীর মধ্যে রাখার জন্য তাকে নিযুক্ত করা হয়েছিলো।

 সু চি সরকারের শাসনামলে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের নিরাপত্তার উপ-পরিচালক ও তার ভ্রমণে নিরাপত্তার দায়িত্ব পালন করতেন তিনি।

২০২১ সালের অক্টোবরে উ অং নাইং উকে গ্রেপ্তার করে নাইপিটাও কারাগারে আটক রাখা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনেও অভিযোগ আনা হয়েছে।

সু চির নারী দেহরক্ষী চেরি হেটেটকেও পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে জান্তা সরকার।

সূত্র: ইরাবতি

news24bd.tv/আজিজ