ময়মনসিংহে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া

ময়মনসিংহে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের চারজন আহত হন। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন।

জানা যায়, শুক্রবার রাতে আওয়ামী লীগের লোকজন মোটরসাইকেল নিয়ে নগরীর টাউন হলের দিকে যায়। এসময় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ওই ঘটনায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

এছাড়াও শনিবার বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে পুরো নগর জুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

শনিবার দুপুর তিনটায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস মাঠে ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। শুক্রবার বিকালে প্রশাসনের পক্ষ থেকে ‘মৌখিক’ অনুমোদনের পর থেকেই নগরে আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীরা বিভিন্ন এলাকায় স্লোগান দিয়ে মিছিল করছে। সেই সাথে দু'দলের সমর্থকরা মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছে।

news24bd.tv/তৌহিদ