ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

সংগৃহীত ছবি

ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক

নারী এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে টসে জিতে আগে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা। শনিবার (১৫ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও ফেবারিট ভারত।  

ভারতের কাছে হেরেই টুর্নামেন্ট শুরু করেছিল চামারি আতাপাত্তুর শ্রীলঙ্কা। ফাইনালেও তাদের প্রতিপক্ষ একই সেই ভারত।

তবে এবার অবশ্য লঙ্কানরা আশাবাদী ভালো কিছু করতে। দলটির অধিনায়ক জানিয়েছেন, চাপহীন থেকে খেলতে চান তারা।  

এশিয়া কাপের এ নিয়ে অষ্টম আসর বসেছে; সবগুলোর ফাইনালেই খেলছে ভারত। ছয়বার জিতেছে শিরোপা।

একবার জিতেছে বাংলাদেশ। সে বার ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষের পরিসংখ্যানেও ভারতের জন্য আছে স্বস্তির সুবাস। ২৩ দেখার ১৭ ম্যাচেই জয় এসেছে তাদের। লঙ্কানরা শেষবার জিতেছিল এখন থেকে আরও অন্তত আট বছর আগে।