নোয়াখালী জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুরে শনিবার সন্ধ্যায় রাবিনা আক্তার মীম (১৭) নামে এক কিশোরীর ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। মীম চাটখিল উপজেলার কচুয়া গ্রামের আবদুর রহিমের মেয়ে।
স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ রাত সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করে।
নিহত মীমের ফুপু বিবি আমেনা জানান, সন্ধ্যার দিকে তিনি মীমকে বাসায় রেখে দুই মেয়েকে সাথে নিয়ে জেলা শহর মাইজদীর এসএ পরিবহনে পার্সেল নিতে আসেন।
স্থানীয়রা জানায়, মীমের মায়ের সাথে তার বাবার ছাড়াছাড়ি হয়ে যায় ১২ বছর আগে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, পরিবারের দাবি মীম আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
news24bd.tv/তৌহিদ