নেতাকর্মীদের ওপর হামলা করে, বাধা দিয়ে বিএনপিকে দমানো যাবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বলেছেন, প্রতিটি হামলার জবাব দেবে জনগণ।
রিজভী শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল শেষে এ কথা বলেন।
ময়মনসিংহে বিভাগীয় সমাবেশে যোগ দিতে যাওয়া নেতাকর্মীদের ওপর পথে পথে সশস্ত্র আক্রমণ, মোবাইল ও টাকা পয়সা ছিনতাই, গাড়ি ভাঙচুর এবং সাবেক ছাত্রদল নেতা আশিককে তুলে নেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সরকারের পায়ের তলায় মাটি নেই মন্তব্য করে রিজভী বলেন, বিএনপির বিশাল সমাবেশ দেখে উন্মাদ হয়ে গেছে তারা। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষ জেগে ওঠেছে। সাধারণ মানুষ, কৃষক-শ্রমিক-মেহনতি জনতা বিএনপির সমাবেশে যোগ দিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গণতন্ত্র ফেরাতে মানুষের অধিকার রক্ষার আন্দোলনে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ।
news24bd.tv/তৌহিদ