মেক্সিকোতে বারে বন্দুকধারীর হামলা, নিহত ১২

সংগৃহীত ছবি

মেক্সিকোতে বারে বন্দুকধারীর হামলা, নিহত ১২

অনলাইন ডেস্ক

মেক্সিকান শহর ইরাপুয়াতোতের একটি বারে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় ১২ জন নিহত হয়েছে। দেশটিতে এক মাসেরও কম সময়ের মধ্যে এটি নির্বিচারে গুলির দ্বিতীয় ঘটনা। হামলায় ৬ জন নারী ও ৬ জন পুরুষ নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।

কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা কর্মকর্তারা হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে তাৎক্ষণিকভাবে হামলার উদ্দেশ্য জানা সম্ভব হয়নি।

গুয়ানাজুয়া প্রদেশটি বিশ্বের শীর্ষস্থানীয় অনেক গাড়ি প্রস্তুতকারকদের জন্য একটি প্রধান উৎপাদন কেন্দ্র এবং এখনে অনেকগুলো উৎপাদন সাইট রয়েছে। তবে সাম্প্রতিক বছরে এখানে মাদক গ্যাংগুলোর মাঝে আধিপত্য বিস্তারে বন্দুকযুদ্ধের মতো ঘটনা ঘটছে।

 

গত ২১ সেপ্টেম্বর বন্দুকধারীরা গুয়ানাজুয়াতো শহরে একটি বারে হামলা চালিয়ে ১০ জনকে গুলি করে হত্যা করে। প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ২০১৮ সালের শেষের দিকে ক্ষমতা নিয়ে দেশটিতে গ্যাং সম্পর্কিত সহিংসতা রেকর্ড সংখ্যায় কমানোর প্রতিশ্রুতি দেন।  

news24bd.tv/আজিজ