গাইবান্ধার ভোট বন্ধ করে চাপের মধ্যে নেই কমিশন: সিইসি

সংগৃহীত ছবি

গাইবান্ধার ভোট বন্ধ করে চাপের মধ্যে নেই কমিশন: সিইসি

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা ৫ আসনে নির্বাচন বন্ধ করে কমিশন কোনো চাপের মধ্যে নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রোববার (১৬ অক্টোবর) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সিসি ক্যামেরার মনিটরিং সেল পরিদর্শনে এসে এ মন্তব্য করেন তিনি।

সিইসি বলেন, ‘আগামী সব নির্বাচনে ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করবে ইসি। কাল জেলা পরিষদ নির্বাচনেও অনিয়ম ঠেকাতে প্রায় ১৪শ’ সিসি ক্যামেরা স্থাপন করা হযেছে।

সিসি ক্যামেরায় ভোটে অনিয়ম দেখলে বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে ইসি। ’

এর আগে বুধবার (১২ অক্টোবর) দুপুরে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ পুরোপুরি বন্ধ ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ভোটগ্রহণে অনিয়মের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভোট বন্ধের পর ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে আজ সাংবাদিকদের এ কথা জানালেন সিইসি।

  

news24bd.tv/আজিজ