চীনের রাজধানী বেইজিং-এ শুরু হয়েছে দেশটির কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেস। রোববার এরই মধ্যে কংগ্রেসের উদ্বোধন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
এবারের কংগ্রেসে পিপলস পার্টির ২ হাজার ৩০০ উচ্চপর্যায়ের সদস্য যোগদান করবেন। তারা চীনের মৌলিক ও গুরুত্বপূর্ণ নীতি নিয়ে আলোচনা করবেন।
ওয়াশিংটনের পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত এবারও তৃতীয় মেয়াদে পার্টিপ্রধান থেকে যাচ্ছেন শি জিনপিং।
উদ্বোধনী ভাষণে শি আশা প্রকাশ করেন, নতুন উন্নয়নের পদ্ধতির আলোকে উচ্চমানের উন্নয়ন সাধন করবে চীন।
তিনি বলেন,সবক্ষেত্রে একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশ গড়তে, আমাদের অবশ্যই সর্বপ্রথম ও সবার আগে, উচ্চমানের উন্নয়ন পদ্ধতি অনুসরণ করতে হবে।
শি আরও বলেন, আমাদের অবশ্যই সবক্ষেত্রে নতুন উন্নয়ন দর্শনকে সম্পূর্ণভাবে ও বিশ্বস্তভাবে প্রয়োগ করতে হবে, সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির বিকাশের জন্য সংস্কার চালিয়ে যেতে হবে, উচ্চ-মানের উন্মুক্তকরণের প্রচার করতে হবে, দেশীয় অর্থনীতির ওপর দৃষ্টি নিবদ্ধ করা উন্নয়নের একটি নতুন পদ্ধতিকে উত্সাহিত করার প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে হবে।
news24bd.tv/আলী