চুয়াডাঙ্গার আদালত চত্বর থেকে ডাকাতি মামলার আসামি আজিজুল শেখ (২৮) পালিয়ে গেছে। আজ রোববার সকাল ১০টার দিকে আসামিকে কারাগার থেকে আদালত চত্বরে এনে গাড়ি থেকে নামানোর পরপরই সে কৌশলে পালিয়ে যায়। ঘটনার পর থেকেই তাকে আটক করার জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
চুয়াডাঙ্গা জজকোর্টের আইনজীবী ও পালিয়ে যাওয়া আসামির আইনজীবী সাজ্জাদ হোসেন রকি জানান, চুয়াডাঙ্গার দর্শনার একটি ডাকাতি মামলার আসামি হিসেবে আজিজুল ২০২০ সালের ১৮ অক্টোবর থেকে আটক ছিল।
রোববার ছিল ওই মামলার ধার্য তারিখ। তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে অন্য আসামিদের সঙ্গে আদালত এলাকায় নিয়ে আসা হয়। আদালত চত্বরে কারাগারের গাড়ি থেকে নামার পরপরই সে কৌশলে হাতের হ্যান্ডকাপ থেকে নিজের হাত বের করে পালিয়ে যায়।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, আজ মামলার ধার্য তারিখে ওই আসামিকে জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে আদালতে আনা হয়।
news24bd.tv/কামরুল