ঝালকাঠির নলছিটির দপদপিয়া এলাকায় সড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় নিহত হয়েছেন এক ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ এসে ক্ষিপ্ত জনতাকে শান্ত করলে আধাঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, রোববার দুপুরে নলছিটির দপদপিয়া এলাকায় বাসের সাথে ধাক্কায় অসিম কুমার দাসের মৃত্যু হয়। বিক্ষুব্ধ জনতা কিছু সময় সড়ক অবরোধ করে রাখে।
news24bd.tv/আমিরুল