ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে: শিল্পমন্ত্রী 

ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে: শিল্পমন্ত্রী 

তাসনুভা অন্তরা

পণ্যের মান ও সেবা বৃদ্ধির মাধ্যমে দেশকে বিশ্ব দরবারে তুলে ধরা সম্ভব বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিশ্ব মান দিবস উপলক্ষে রাজধানীর বিএসটিআই ভবনে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।  

এসময় ভেজালমুক্ত বিশ্বমানের পণ্য উৎপাদনে ব্যবসায়ীদের আহবান জানান তিনি।

সেমিনারে ব্যবসায়ীদের  শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি জসিম উদ্দিন বলেন, রপ্তানিনির্ভর পণ্যের মান বজায় রাখার পাশাপাশি দেশীয় পণ্যের গুণগত মানও নিশ্চিত করতে হবে।

একই সাথে আমদানিকৃত পণ্যের মান যাচাইয়ের ক্ষেত্রে পোর্টেই উন্নত ল্যাব স্থাপনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। তার কথায় একাত্মতা পোষণ করে প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, শিল্পের উন্নয়নে উৎপাদন বাধাগ্রস্ত যেনো না হয় সেজন্য জনগণকে সাথে নিয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে।

news24bd.tv/তৌহিদ