প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে দেশে হঠাৎ করেই বাড়ল মৃত্যু সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৫১ জনের দেহে ভাইরাসটি পাওয়া যায়। এর একদিন আগে দেশে করোনায় দুজন প্রাণ হারায়, শনাক্ত হয় ২৯৫জন।
রোববার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুবরণ করেন ২৯ হাজার ৪০১ জন আরও মোট শনাক্ত হন ২০ লাখ ৩২ হাজার ৪৪৩ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৪ হাজার ২০৮ জন।
২৪ ঘণ্টায় ৬ হাজার ২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৯৮৮টি নমুনা।
দেশে প্রথম ২০২০ সালের ৮ মার্চ তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
news24bd.tv/তৌহিদ