বোনের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ারে বেড়াতে গিয়েছিলেন ১৪ বছর বয়সের এক কিশোরী। সেখানেই ধর্ষণের শিকার হয়েছে তিনি। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার লাউহাটি এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ওই দিন রাতেই ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে দেলদুয়ার থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।
ভুক্তভোগী কিশোরী জানায়, শনিবার দুপুরে বোনের বাড়ি বেড়াতে আসে সে। পরে সেখান থেকে একাই ঘুরতে বের হয়। এসময় স্থানীয় তিন বখাটে তাকে একটি নির্জন বাড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মৃধা জানান, আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগী কিশোরীকে টাঙ্গাইল জেনারেল হাসহাতালে পাঠানো হয়েছে।
news24bd.tv/আমিরুল