আর সব দিনের মতোই স্কুলে গিয়েছিল যশোরের মনিরামপুরে স্মরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল ৮টার দিকে স্কুল ভবনের পেছনে হঠাৎই একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তারা। পরে সেই ব্যাগ থেকেই মিলেছে ১৯ লাখ ৬১ হাজার টাকা!
রোববার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে স্কুলের শিক্ষার্থীরা টাকাভর্তি ব্যাগটি দেখতে পায়। পরে প্রথমে তারা বিষয়টি শিক্ষকদের জানায়।
জানা গেছে, উদ্ধারকৃত টাকাগুলো ব্রিটিশ আমেরিকান টোবাকোর ঝিকরগাছা শাখার। গতকাল শনিবার (১৫ অক্টোবর) রাতে ওই প্রতিষ্ঠানের অফিসের তালা ভেঙে ২৬ লাখ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই কোম্পানির শাখা ব্যবস্থাপকসহ ছয় কর্মীকে রাতেই আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ।
ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন সংবাদমাধ্যমকে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে হেফাজতে নিয়েছি। পরে বিস্তারিত জানাতে পারব।
news24bd.tv/আমিরুল