টি২০তে ধুঁকতে থাকা বাংলাদেশ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮৩ রান করেও হেরেছিল। আরও কাছের উদাহরণ টানা যাক। এই তো সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে টাইগাররা স্কোরবোর্ডে ১৭৩ রানের পুঁজি নিয়েও হার মানে। অথচ এখনও বাংলাদেশ কোচ জেমি সিডন্স বলছেন, ১৬০-৭০ রান করতে পারলেই জিতবে টাইগাররা।
বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব শুরুর আগে বাংলাদেশ দল বর্তমানে আছে ব্রিজবেনে। সেখানেই চলছে প্রস্তুতি। আজ দলের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন জেমি সিডন্স। সেখানেই দলের ব্যাটিং কোচ বললেন, ‘আমরা যদি ১৬০-১৭০ নিয়মিত করতে পারি, আমাদের বোলিং আক্রমণ দিয়ে আমরা ম্যাচ হারার চেয়ে জিতবই বেশি।
অথচ বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় রানের বন্যা বইয়ে যাবে বলেই ধারণা সবার। একে তো সেখানকার উইকেটে সমান বাউন্স এবং বল দারুণভাবে ব্যাটে আসে। আইসিসির ইভেন্ট বলে স্পোর্টিং উইকেটে হবে খেলা। তারপরও দলের সামর্থ্য জানেন বলেই হয়তো, মোহাবিষ্ট নন সিডন্স।
বোলারদের ওপর অগাধ আস্থা রেখে সিডন্স বলেন, ‘কালকেও (আফঘানিস্তানের বিপক্ষে) ২০০ দরকার হবে না, বিশ্বকাপেও ২০০ রানের স্কোর খুব একটা জরুরি হবে না। ১৭০ রান করতে পারলে আমরা খুবই খুশি থাকব। আমাদের বোলিং আক্রমণের জন্য এটা যথেষ্ট হবে। ’
বিশ্বকাপ অভিযান শুরুর আগে আগামীকাল সোমবার আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর ২টায় ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে ম্যাচটি শুরু হবে।
news24bd.tv/সাব্বির