থাইল্যান্ডের পূর্ব চোনবুরি প্রদেশের মাউন্টেন বি- নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলছে। চোনবুরি প্রদেশের জনসংযোগ কার্যালয়ের রোববার প্রকাশিত সবশেষ তথ্য মতে, এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৮ জন।
এর আগে গত ৫ আগস্ট আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাইল্যান্ডের পূর্ব চোনবুরি প্রদেশের মাউন্টেন বি-তে।
এক বিবৃতিতে বলা হয়েছে, আটজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন যাদের মধ্যে দুজন ভেন্টিলেটরে রয়েছেন। আগুনে প্রায় ৪০ জন আহত হয়েছিলেন। যাদের সবাই থাই বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ক্লাবের দেয়ালে দাহ্য ফেনা থাকায় ভোরবেলা আগুনের সূত্রপাত ঘটে, যা আগুনকে ত্বরান্বিত করে। ফলে আগুন নেভাতে দমকল কর্মীদের তিন ঘণ্টা সময় লেগেছিল।
উল্লেখ্য, ২০০৯ সালে ব্যাংককের সানকি সান্তিকা ক্লাবে নববর্ষের প্রাক্কালে একটি বিশাল অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৭ জন প্রাণ হারান। এছাড়াও ২০০ জনেরও বেশি অগ্নিদগ্ধ হন।
news24bd.tv/আমিরুল